Kamtapur Progressive Party

নতুন ‘ললিপপ’ উত্তরবঙ্গকে, কটাক্ষে কেপিপি

বিজেপির একাংশের দাবি, কেপিপি-র সরাসরি পৃথক উত্তরবঙ্গের প্রস্তাবের বিরোধিতা করা তাঁদের পক্ষে অস্বস্তিজনক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৯:৩৯
Share:

কেপিপি-র সাংবাদিক বৈঠক জলপাইগুড়িতে। ছবি: সন্দীপ পাল।

উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে বিজেপির নতুন ‘ললিপপ’ বলে মনে করছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (কেপিপি)। শুক্রবার কেপিপির সভাপতি অমিত রায় জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, আগামী বিধানসভা ভোটের দিকে তাকিয়ে বিজেপি উত্তরবঙ্গ নিয়ে রাজনীতি করতে চলেছে। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গের অংশ হিসেবে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করা কেপিপি সরাসরি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের প্রস্তাবকে নাকচ করে বিরোধিতা করেছে। গত লোকসভা ভোটে তৃণমূলকে সমর্থন করেছিল কেপিপি। এ দিন কেপিপির সভাপতি অমিত রায় (অতুল রায়ের ছেলে) বলেন, “উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের স্বীকৃতি আমাদের মূল এবং দীর্ঘমেয়াদি দাবি। কেন্দ্রীয় সরকার কিছুই করেনি। আমরা তৃণমূলকে সমর্থন করেছি। তৃণমূল সরকার তথা রাজ্য সরকার উত্তরবঙ্গ, কামতাপুরীদের জন্য যা করেছে তাতে আমরা আংশিক সন্তুষ্ট।”

বিজেপির একাংশের দাবি, কেপিপি-র সরাসরি পৃথক উত্তরবঙ্গের প্রস্তাবের বিরোধিতা করা তাঁদের পক্ষে অস্বস্তিজনক। বিজেপি সূত্রের খবর, দলের একাংশ মনে করেছিলেন, উত্তরবঙ্গ নিয়ে পৃথক কোনও ‘লাইন’ নিলে রাজবংশীদের সমর্থন পাওয়া যাবে। সে ক্ষেত্রে উত্তরবঙ্গে বিজেপির রাজনৈতিক মাটি অটুট থাকবে। যদিও কেপিপি সরাসরি বিজেপির প্রস্তাবের তীব্র বিরোধিতা করায় অস্বস্তি গেরুয়া শিবিরে। এ দিন অমিত রায় বলেন, “আমরা দেখেছি, ভোট এলেই বিজেপি উত্তরবঙ্গ ভাগ বা নতুন প্রস্তাব দেয়। এই উত্তর-পূর্বের সঙ্গে যোগ করাও ২০২৬ সালের ভোটের দিকে তাকিয়ে নতুন ললিপপ।”

Advertisement

সুকান্তর প্রস্তাবের পরে ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে উত্তরবঙ্গের অংশবিশেষকে (মালদহ) বিহারের একাংশের সঙ্গে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার দাবি করেছেন। কোচবিহার নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার কথা বলেছেন রাজবংশী নেতা বলে পরিচিত বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। দুই প্রস্তাবেরই বিরোধিতা করেছে কেপিপি। অমিত বলেন, “কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণারও আমরা বিরোধী। বিজেপি এত দিন কী উন্নয়ন করেছে উত্তরবঙ্গের জন্য? কোনও এক জনকে সাংসদ করে পাঠালেই গোটা জাতি বা এলাকার উন্নয়ন হয় না।”

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহের মন্তব্য, “কেপিপি ঠিকই বলেছে। উত্তরবঙ্গ নিয়ে বিজেপি বার বার উস্কানি দেয়। অনেকে নেচে ওঠেন। তবে এ সবে আর লাভ হবে না।” অন্য দিকে, বিজেপির জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, “উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের উন্নয়ন চান। কেপিপি তাদের সমর্থন এমন দলকে করছে, যারা উত্তরবঙ্গের উন্নয়ন আটকে দিতে চাইছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement