শনিবার রাতে একটি মাঠ থেকে ৭টি উটগুলিকে উদ্ধার করা হয়। —নিজস্ব চিত্র।
বাংলাদেশে পাচারের জন্য রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছিল ৭টি উট। পাচারের জন্য রাতের অন্ধকারে উটগুলিকে নিয়ে রওনাও দিয়েছিল পাচারকারীরা। তবে সেই পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ।
শনিবার রাতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকে একটি মাঠ থেকে ওই উটগুলিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় কোনও পাচারকারীকে গ্রেফতার করতে না পারলেও তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে রাজস্থান থেকে ওই উটগুলিকে উত্তর দিনাজপুরে আনা হয়েছিল। প্রাথমিক ভাবে অনুমান, উটগুলিকে কালিয়াগঞ্জ বা দক্ষিণ দিনাজপুর দিয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল পাচারকারীদের। তবে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতেই মালগাঁ এলাকায় অভিযান চালান কালিয়াগঞ্জ থানার পুলিশকর্মীরা। রাত ১০টা নাগাদ একটি মাঠ থেকে ৭টি উটকে উদ্ধার করেন তাঁরা। তবে এখনও পর্যন্ত পাচারে জড়িত কোন সন্দেহভাজনকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে কালিয়াগঞ্জ থানা।