সংশোধনাগারেই এমপিথ্রি প্লেয়ার!

আচমকা তল্লাশি চালিয়ে গিয়ে বন্দিদের সেল থেকে উদ্ধার হল এমপিথ্রি প্লেয়ার, চার্জার, বিড়ি ও গুটখার প্যাকেট। আলিপুরদুয়ার জেলা সংশোধনাগারে রবিবার দুপুরের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৭
Share:

আচমকা তল্লাশি চালিয়ে গিয়ে বন্দিদের সেল থেকে উদ্ধার হল এমপিথ্রি প্লেয়ার, চার্জার, বিড়ি ও গুটখার প্যাকেট। আলিপুরদুয়ার জেলা সংশোধনাগারে রবিবার দুপুরের ঘটনা।

Advertisement

বিভিন্ন সময় অভিযোগ উঠেছে আলিপুরদুয়ার সংশোধনাগারে বাইরে থেকে বন্দিদের কাছে নানা জিনিস পৌঁছে যাচ্ছে। এর আগে এই সংশোধনাগারে একাধিকবার বন্দিদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ, কারারক্ষীদের একাংশের মদতেই বিভিন্ন জিনিস, সংশোধনাগারের অন্দরে পৌঁছে যায়। রবিবার দুপুরে আলিপুরদুয়ার জেলা পুলিশ ও জেল কর্তৃপক্ষ আচমকা বন্দিদের সেলে অভিযান চালায়। সেখানেই ওই জিনিসপত্র উদ্ধার হয়। সংশোধনাগারে ঢোকার আগে কয়েদিদের তল্লাশি করা হয়। সেই তল্লাশি এড়িয়ে কীভাবে সংশোধনাগারের অন্দরে নানা জিনিস ঢুকে পড়ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এমনকী, পুলিশ আধিকারিকদের একাংশের মতে এ দিনের অভিযানের খবরও আগেই বন্দিদের কাছে পৌঁছে গিয়েছিল। বন্দিদের ঘরে বিভিন্ন ফাঁকা কৌটো ছিল, প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ সেখানে বিস্কুট বা মুড়ি জাতীয় খাবার রাখা হত। তল্লাশির খবর পেয়ে যাওয়াতে আগে থেকেই তা সরিয়ে ফেলা হয় বলে পুলিসের সন্দেহ।

Advertisement

আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ জানান, উদ্ধার হওয়া জিনিসগুলি সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। সংশোধনাগারের সুপার কানাইলাল জানা ছুটিতে থাকায় তাঁকে ফোনে পাওয়া যায়নি। সংশোধনাগার থেকে এইসব জিনিস উদ্ধার হওয়ায় অস্বস্তিতে পড়েছেন কারারক্ষী ও সংশোধনাগার কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানান, রবিবার দুপুরে সংশোধনাগারে ঢুকেই বন্দিদের এক জায়গায় জড়ো করে তল্লাশি চলেছে। বঙ্গীয় কারারক্ষী সমিতির আলিপুরদুয়ারের সম্পাদক রঞ্জিত বর্মা এ বিষয়ে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ধরনের ঘটনা আগে এখানে হয়নি বলে দাবি করে তিনি জানান, ঘটনার তদন্ত দাবি করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement