প্রতীকী ছবি
মেয়েদের নিরাপত্তা দিতে ইসলামপুর পুলিশ জেলায় চালু হতে চলেছে মোবাইল অ্যাপ। শীঘ্রই তা চালু হবে বলে জানিয়েছে ইসলামপুর জেলা পুলিশ। আধিকারিকেরা জানান, অ্যাপটি চালু হলে বিভিন্ন স্কুল-কলেজে তা নিয়ে প্রচার চালানো হবে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার বলেন, ‘‘মেয়েদের নিরাপত্তা বাড়াতেই এই পদক্ষেপের ভাবনা। কেউ বিপদে পড়লে এই অ্যাপের মাধ্যমে সরাসরি পুলিশকে জানাতে পারবেন।’’
ইসলামপুর পুলিশ জেলায় এ নিয়ে অত্যাধুনিক কন্ট্রোলরুম তৈরিরও তোড়জোড় শুরু হয়েছে। সেই কাজ শেষ হলেই পুলিশ জেলার নজরদারি আরও বাড়বে বলেই খবর। পুলিশ আধিকারিকেরা জানান, অনেক সময়ে দুষ্কৃতীরা মহিলাদের রাস্তাঘাটে উত্যক্ত করে। অথচ থানায় ফোন করে তা জানানো সময় সাপেক্ষ ব্যাপার। অনেকের কাছে নম্বর থাকে না বা ফোন করার মতো পরিস্থিতি থাকে না। কিন্তু অ্যাপ থাকলে তাঁরা সহজেই অভিযোগ জানাতে পারবেন। পুলিশ জানায়, অভিযোগ পেয়েই পুলিশ জিপিএসের মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবে। এমনকি, কোনও ভাবে মোবাইলটি পড়ে গেলেও অ্যাপের ‘লোকেশন’ অন থাকলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাবে।
পুলিশ সুপার সচিন মক্কার বলেন, ‘‘যাতে বেশি সংখ্যক বাসিন্দা ওই অ্যাপের সুবিধা নিতে পারেন, তার জন্য প্রচার চালানো হবে।’’