Tourists rescued by Indian Army

তুষারপাতের জেরে পূর্ব সিকিমে আটকে প্রায় এক হাজার পর্যটক, উদ্ধারে ভারতীয় সেনা

সেনা সূত্রে খবর, বুধবার সকাল থেকেই সিকিমের তাপমাত্রা ছিল কম। দুপুর থেকেই তুষারপাত শুরু হয়। ক্রমে তুষারপাত বাড়তে থাকায় ছাঙ্গু হ্রদ থেকে গ্যাংটক ফেরার পথে আটকে পড়েন বহু পর্যটক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

দার্জিলিং শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ০১:২৬
Share:

পূর্ব সিকিমে আটকে পড়া পর্যটকদের (বাঁ দিকে) খাবার দেওয়া হয়েছে সেনা ছাউনিতে। —নিজস্ব চিত্র।

তাপমাত্রার পারদ কমতেই জোর তুষারপাত পূর্ব সিকিমে। তার জেরে বুধবার পূর্ব সিকিমে আটকে পড়লেন প্রায় এক হাজার পর্যটক। অবশেষে তাদের উদ্ধার করল ভারতীয় সেনা। উদ্ধার করা পর্যটকদের আপাতত সেনা ছাউনিতেই রাখা হয়েছে। সেখানেই তাদের সেবা শুশ্রুষা করা হচ্ছে।

Advertisement

সেনা সূত্রে খবর, বুধবার সকাল থেকেই সিকিমের তাপমাত্রা ছিল কম। দুপুর থেকেই তুষারপাত শুরু হয়। ক্রমে তুষারপাত বাড়তে থাকায় ছাঙ্গু হ্রদ থেকে গ্যাংটক ফেরার পথে আটকে পড়েন বহু পর্যটক। সেনার তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তুষারপাতের কারণে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজে হাত লাগায় ত্রিশক্তি কর্পস। এক এক করে বিকেল থেকে সকল পর্যটকদের উদ্ধার করে প্বার্শবর্তী সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাদের খাবার, গরম পোশাক এবং ওষুধ দেওয়া হয়। উদ্ধার করা পর্যটকদের ঠাঁই দেওয়ার জন্য নিজেদের ব্যারাকও ছেড়ে দিয়েছে সেনা।

অন্য দিকে, যাঁরা একটু নিরাপদ স্থানে রয়েছেন সেখানেই তাঁদের জন্য প্রয়োজনীয় ত্রাণ পাঠানো হচ্ছে সেনার পক্ষে। উদ্ধারকাজ এখনও জারি রয়েছে। উদ্ধার হওয়া পর্যটকদের বৃহস্পতিবার গ্যাংটকের উদ্দেশে পাঠানো হবে বলে জানিয়েছে সেনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement