নিজস্ব চিত্র
মাস্ক না পরলে চোখরাঙানি আছে প্রশাসনের। বিধান আছে শাস্তিরও। কিন্তু তা বলে গলায় পরিয়ে দেওয়া হবে গাঁদা ফুলের মালা? মাস্ক না পরার শাস্তি না সম্মান? নাকি শাস্তির মোড়কে সম্মান? ময়নাগুড়ির ঘটনা নিয়ে এমনই সব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এলাকাবাসীর মনে।
ময়নাগুড়ির নতুন বাজারে অনেককেই দেখা যাচ্ছে মাস্ক না পরে ঘুরে বেড়াতে। তাই সাধারণ মানুষের হুঁশ ফেরাতে অভিনব কায়দা অবলম্বন করলে এলাকার স্থানীয় তৃণমূল নেতা মিতু চক্রবর্তী। তিনি নতুন বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে যাঁরা মাস্ক পরেননি তাঁদের পরিয়ে দিলেন গাঁদা ফুলে মালা। পাশাপাশি শুক্রবার প্রচার চালালো প্রশাসনও। বিতরণ করা হল মাস্ক।
উত্তরবঙ্গে করোনা সংক্রমণ অনেকদিন ধরেই প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্যই কোথাও কোথাও কড়া হতেও দেখা গিয়েছে প্রশাসনকে। এই নতুন বাজারেই পুলিশ অভিযান চালিয়ে মাস্ক না পরায় ইতিমধ্যে আটক করেছে ৩০ জনকে।