Murshidabad

বাপেরবাড়ি যাবার পথে দুর্ঘটনায় প্রাণ গেল মহিলার, গুরুতর জখম স্বামী

লালগোলার মধুপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। ট্রাকের পিছনের চাকার তলায় পড়ে যান নাফিসা। চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৭:৪৪
Share:

শাটারস্টক থেকে নেওয়া প্রতীকী চিত্র।

শ্বশুরবাড়ি থেকে বাপেরবাড়ি যাওয়া আর হল না। মঙ্গলবার রাতে এক পথ দুর্ঘটনায় মুর্শিদাবাদের লালগোলা থানার মধুপুর এলাকায় মৃত্যু হয় নাফিসা বিবি নামে এক মহিলার। দুর্ঘটনায় আহত হন তাঁর স্বামী জাসিব সেখ। ঘাতক ট্রাকটি ধরা পড়লেও পালিয়ে যান চালক।

Advertisement

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের লালাগোলা থেকে ভগোবানগোলায় বাপেরবাড়ি যাচ্ছিলেন নাফিসা। স্বামী জাসিবের বাইকে ছিলেন তাঁরা। লালগোলার মধুপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। ট্রাকের পিছনের চাকার তলায় পড়ে যান নাফিসা। চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অনুমান। গুরুতর আহত হন জাসিবও। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে জাসিবকে উদ্ধার করে স্থানীয় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: ৫ বছরের বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ ৮ বছরের দিদির, ডুবে মৃত্যু দু’জনেরই

Advertisement

আরও পড়ুন: লোকাল জুড়ল বনগাঁ-কলকাতা, ৭টা ২৫-এর মাঝেরহাট লোকালকে চেনাই দায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement