Murder

স্ত্রীকে খুন করে বিবস্ত্র দেহ পুকুরে ফেললেন স্বামী! মালদহের চাঁচলে গ্রেফতার ঘরজামাই

বছর ছয়েক আগে বিরস্থলির বাসিন্দা রুকসানার সঙ্গে বিয়ে হয়েছিল ওই এলাকারই বাসিন্দা রাজা খানের। রাজা পেশায় ইটভাটার শ্রমিক। তাঁদের একটি ৪ বছরের পুত্রসন্তান রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাঁচল শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ১২:৩১
Share:

রুকসানা বিবি হত্যাকাণ্ডের তদন্ত চালাচ্ছে পুলিশ। — নিজস্ব চিত্র।

স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে, হাত-পা বেঁধে, বিবস্ত্র করে দেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার গভীররাতে এই ঘটনা ঘটেছে মালদ জেলার চাঁচলের বিরস্থলিতে। রাতেই চাঁচল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Advertisement

নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে বিরস্থলির বাসিন্দা রুকসানার সঙ্গে বিয়ে হয়েছিল ওই এলাকারই বাসিন্দা রাজা খানের। রাজা পেশায় ইটভাটার শ্রমিক। তাঁদের একটি ৪ বছরের পুত্রসন্তান রয়েছে। রাজা বিয়ের পর থেকে রুকসানার সঙ্গে তাঁর বাড়িতেই থাকতেন। রুকসানার পরিবার সূত্রে জানা গিয়েছে, জমি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমাঝে অশান্তি হত। রুকসানার মা আনো বিবি বলেন, ‘‘শনিবার রাতে গ্রামে ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেখান থেকে বাড়ি ফিরে খাওয়াদাওয়া করেছে মেয়ে-জামাই। তার পর ওরা ঘুমোতে চলে যায়। এর পরেই এই কাণ্ড। জামাই এবং তার ভাইয়ের সঙ্গে জমি নিয়ে অশান্তি চলছিল। মেয়েকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিল জামাই। জামাই আমার মেয়েকে খুন করেছে। ওর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’’

আফজল হোসেন নামে রুকসানার এক প্রতিবেশী বলেন, ‘‘গতকাল রাত ১টা ১৫ নাগাদ ওর স্বামী চিৎকার করে ওঠে, রুকসানা নেই। চারপাশে রক্ত ছড়িয়ে ছিল। আমরা দেখেই বুঝতে পেরেছিলাম, ও খুন করেছে। ও সেটা পুলিশের কাছে স্বীকারও করেছে।’’

Advertisement

পুলিশ রাজাকে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রুকসানার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তাঁর মাথার পিছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement