GPS System

মেয়ের জন্মদিন সেরে ফিরছিলেন, জিপিএসের ভুলে ভাঙা সেতু থেকে গাড়ি নিয়ে নদীতে পড়ে মৃত্যু বাবার

দুর্যোগের রাতে ফিল যখন জিপিএস চালু করেন, সেই জিপিএসে নির্দেশিত রাস্তা অনুসরণ করে এগোচ্ছিলেন তিনি। কিছুটা যাওয়ার পরই একটি সেতুর উপর গাড়ি নিয়ে উঠে পড়েন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ১১:৫৭
Share:

ফিল প্যাক্সন। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি (ডান দিকে)।

জিপিএসের ভুল, আর সেই ভুলেই প্রাণ হারাতে হল এক ব্যক্তিকে। মেয়ের জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়িতে ফিরছিলেন ফিল প্যাক্সন। বাইরে তখন অঝোরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া চলছিল। রাতের অন্ধকারে রাস্তা যাতে গুলিয়ে না যায়, সে জন্য জিপিএস চালু করেছিলেন ফিল। কিন্তু সেটাই কাল হল।

Advertisement

দুর্যোগের রাতে ফিল যখন জিপিএস চালু করেন, সেই জিপিএসে নির্দেশিত রাস্তা অনুসরণ করে এগোচ্ছিলেন তিনি। কিছুটা যাওয়ার পরই একটি সেতুর উপর গাড়ি নিয়ে উঠে পড়েন। তবে ঘুণাক্ষরেও টের পাননি কয়েক হাত দূরে মৃত্যু ‘দাঁড়িয়ে’ আছে। ফিল গাড়ি নিয়ে এগোতেই সেতু থেকে সটান নদীতে আছড়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি আমেরিকার উত্তর ক্যারোলাইনার।

পুলিশ সূত্রে খবর, সেতুটি ন’বছর আগেই ভেঙে দেওয়া হয়েছিল। নদীর উপরে গিয়েই সেতুটি শেষ হয়ে গিয়েছিল। প্রবল বৃষ্টিতে সেটি ঠাওর করতে পারেননি ফিল। ফলে গাড়ি নিয়ে নদীতে পড়ে যান। ফিলের পরিবারের অভিযোগ, সেতুটি যে বিপজ্জনক তার কোনও চিহ্ন ছিল না সেখানে। যদি থাকত, তা হলে হয়তো এই দুর্ঘটনার মুখে পড়তে হত না ফিলকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement