North Bengal

ফের ধূপগুড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার চোরাই শাল কাঠ

বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলের বিরুদ্ধে এর আগে বিভিন্ন সময়ে অভিযোগ দায়ের করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৬:০৭
Share:

উদ্ধার হওয়া চোরাই শালকাঠ। নিজস্ব চিত্র

গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ির এক বাসিন্দার বাড়ি থেকে লক্ষাধিক টাকার চোরাই শাল কাঠ উদ্ধার করলেন জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কামাতপাড়া এলাকার মঙ্গল সরকারের বাড়িতে রবিবার হানা দেন বনকর্মীরা। উঠোনে মজুত করে রাখা কাঠ বাজেয়াপ্ত করেন তাঁরা।

Advertisement

বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলের বিরুদ্ধে এর আগে বিভিন্ন সময়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। কিন্তু সে বিভিন্ন সময়ে গা ঢাকা দিয়েছিল। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে, তার বাড়িতে হানা দেন বনকর্মীরা। বন কর্মীদের অনুমান, ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে কেটে ওই কাঠ মজুত করা হয়েছিল। রবিবারও অভিযানের খবর আগাম জানতে পেরে পালিয়ে যায় কাঠ পাচারকারী মঙ্গল।

মোরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল বলেন, ‘‘উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য লক্ষাধিক টাকা। মঙ্গল গা ঢাকা দিয়ে রয়েছে। আমরা তদন্ত শুরু করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement