ফের পিছোল গুরুং মামলার শুনানি

গুরুংয়ের আইনজীবীরা আবেদন করেন, ২৬ জুন শুনানির দিন ধার্য করা হোক। তবে আদালত ২৪ তারিখ শুনানির দিন ঠিক করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৯ ০৪:০৬
Share:

বিমল গুরুং। —ফাইল চিত্র

ফের পিছিয়ে গেল বিমল গুরুংয়ের আগাম জামিনের আবেদন নিয়ে শুনানি। সোমবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের এজলাসে এ দিন এই মামলার শুনানি ছিল। বিমল গুরুংয়ের আইনজীবী উরগেন লামা আবেদন করেন, শুনানির দিন পরিবর্তন করা হোক। সরকারি আইনজীবীরাও এই বিষয়ে কোনও বিরোধিতা করেননি।

Advertisement

গুরুংয়ের আইনজীবীরা আবেদন করেন, ২৬ জুন শুনানির দিন ধার্য করা হোক। তবে আদালত ২৪ তারিখ শুনানির দিন ঠিক করেছে। অতিরিক্ত সরকারি কৌঁসুলি অদিতিশঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘২৪ জুন এই মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারপতিরা। ওই দিনই বিমল গুরুং ও রোশন গিরির প্রায় ৯০টি মামলায় আগাম জামিন নিয়ে শুনানি হবে।’’

২০১৭ সালের গণ্ডগোলের পর থেকেই আত্মগোপন করে রয়েছেন মোর্চার তৎকালীন সভাপতি বিমল গুরুং। তাঁর নামে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কোনও মামলায় গুরুং একা, আবার কোনওটিতে গুরুং, রোশন গিরি ও অন্যরা অভিযুক্ত। সব মামলায় আগাম জামিনের আবেদন এই সার্কিটেই হবে বলে খবর।

Advertisement

এ দিন গুরুংয়ের আইনজীবী উরগেন লামা বলেন, ‘‘আইনি কিছু জটিলতা আছে। ২৪ জুন যখন এই মামলার শুনানি হবে, তখনই সব বিস্তারিত জানতে পারবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement