State news

ধূপগুড়িতে গলায় ফাঁস লাগানো কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার

ধূপগুড়ি গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের পার কুমলাই গ্রামের ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ১৭:৪১
Share:

প্রতীকী ছবি।

ধূপগুড়িতে এক কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। ধূপগুড়ি গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের পার কুমলাই গ্রামের ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম গোপাল রায়(৩৪)। শনিবার রাতে শোয়ার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার আগের রাতে বাড়িতে কথা কাটাকাটি হয় তাঁর। তার পর নিজের ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও ভিতর থেকে কোনও সাড়া শব্দ না মেলায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন পরিবারের লোকেরা। ভিতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহটি ঝুলছিল। রবিবার সকালে ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমন ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের ভাই কমলেশ রায় বলেন, "বাড়িতে ছোট একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। এর বেশি কিছু নয়, কিছু ক্ষণ পরে ঘরের ভেতরে গিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাই।"

Advertisement

আরও পড়ুন: মন্ত্রিত্ব ছাড়লেও শুভেন্দু ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তি, তাই বহাল নিরাপত্তা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement