Maldah

Malda: মদের আসরে বচসা গড়াল হাতাহাতিতে, গুলি করে বন্ধুর নাক ওড়ালেন আর এক বন্ধু!

বন্ধুকে গুলি করে পালালেন যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার নঘরিয়া গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ১২:২২
Share:

বন্ধুকে গুলি করে ‘ফেরার’। প্রতীকী চিত্র।

মদের আসরে দুই বন্ধুর বচসা। সেই এই বচসা গড়াল মারামারিতে। চলল গুলিও। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার নঘরিয়া গ্রামে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে নঘরিয়া এলাকায় মদ্যপানের আসর বসিয়েছিলেন কয়েক জন। হঠাৎই দুই বন্ধুর ঝামেলা শুরু হয়। তখন রকি শেখ নামে এক যুবক পকেট থেকে পিস্তল বের করে বন্ধু মণিরুল শেখের দিকে তাক করেন তিনি। একটি গুলি লাগে মণিরুলের নাকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালান রকি। মণিরুলকে মালদহের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান অন্য বন্ধুরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মণিরুলের এক আত্মীয় জানান, কিছু বুঝে ওঠার আগেই সোজা গুলি চালিয়ে দেন রকি। তাঁদের বক্তব্য, একটা শব্দ হয়। তার পর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালান রকি। তিনি আরও জানান, মণিরুল কৃষিকাজ করেন। তাঁদের পরিচিত রকি কর্মসূত্রে থাকেন হায়দরাবাদে। কেন এই ঝামেলা, তাঁরা তা বুঝতেই পারছেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement