Accident

দুর্ঘটনায় চার জন নিহত শিলিগুড়িতে, পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা গাড়ির

দু’টি গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল ৪ জনের। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ১৪:১০
Share:

দু’টি গাড়ি মুখোমুখি সংঘর্ষ। — নিজস্ব চিত্র।

দু’টি গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল ৪ জনের। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি এক জনের পরিচয় জানা যায়নি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেবকের কাছে একটি পিকআপ ভ্যান এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। তার জেরে মৃত্যু হয় ৪ জনের। যাত্রিবোঝাই গাড়িটি সিকিম থেকে শিলিগুড়ি যাচ্ছিল। অন্য দিকে পিক আপ ভ্যানটি শিলিগুড়ি থেকে সেবকের উদ্দেশে রওনা দিয়েছিল। বেঙ্গল সাফারির কাছে সাত মাইল এলাকায় দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িটির এক যাত্রীর। ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ। আহত ৩ জনকে উদ্ধার করে সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা ৩ জনকেই মৃত বলে জানান। তাঁরা হলেন, বিকাশ গুপ্তা, সাগর তামাং এবং বিনোদ রাই। তাঁরা সকলেই সিকিমের বাসিন্দা। রণিত রাই নামে এক আহত যাত্রী বলেন, ‘‘আমাদের গাড়িতে আরও ৪ জন ছিলেন। আমরা গ্যাংটক থেকে আসছিলাম। সাত মাইলে পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আমাদের গাড়ির ৩ জন মারা গিয়েছেন। বাকি এক জনের পরিচয় জানি না।’’

শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, ‘‘সিকিম থেকে আরোহীদের নিয়ে যে গাড়িটি আসছিল সেই গাড়িতে ৪ জন ছিলেন। তাঁদের মধ্যে ৩ জন মারা গিয়েছেন। বাকি এক জন খুব সম্ভবত পিক আপ ভ্যানের চালক। তবে তাঁর নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement