হাতিকে জঙ্গলে ফেরাতে গিয়ে বড় দুর্ঘটনা। ধাক্কা দিয়ে বন দফতরের গাড়ি উল্টে দিল দলছুট সেই হাতি। ঘটনায় গুরুতর জখম হলেন এক বনকর্মী। শনিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মতিধর চা-বাগানে।
শনিবার একটি দলছুট হাতিকে ঘুরে বেড়াতে দেখা যায়। পরে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। হাতিটিকে বনে ফেরাতে উদ্যোগী হন তাঁরা। সেটি ঘোষপুকুর কমলা চা-বাগান এলাকায় ঢুকে পড়ে। পরে বাগডোগরা ‘এলিফ্যান্ট ড্রাইভ স্কোয়াড’-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু হঠাৎ হাতিটি আক্রমণ করে বন দফতরের গাড়িকে।
হাতির ধাক্কায় উল্টে যায় বন দফতরের গাড়ি। আহত হন স্কোয়াড বিট অফিসার কল্যাণ গুরুং। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, উন্নত চিকিৎসার জন্য কল্যাণকে কলকাতায় নিয়ে যাওয়া হতে পারে।
এর পর সুকনা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দলছুট হাতিটি রয়েছে দুলালী ইকোপার্কে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।