হোম সুপার বরখোল আলি। নিজস্ব চিত্র।
কারোর বয়স ৪ বছর , তো কেউ বছর দুয়েক। বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়া এমন কয়েকজন নাবালককে রাখা হয়েছিল বালুরঘাটের এক হোমে। এদের মধ্যে ৫ নাবালককে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার তাদের পেট্রাপোল সীমান্ত দিয়ে সে দেশে পাঠানো হবে।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শুভায়ন হোমে রাখা হয়েছিল সীমান্ত পেরিয়ে আসা কয়েক জন নাবালককে। তাদের মধ্যে ৫ জনকে এবার বাংলাদেশে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া ব্যবস্থা করা হল। এই নাবালকরা বিভিন্ন ভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকে পড়ে। পরে ধরা পড়ে যায় প্রশাসনের হাতে। এই ৫ নাবালক ২০১৬ সাল থেকে ২০১৯-এর জানুয়ারির মধ্যে ভারতে ঢুকে পড়েছিল।
শুভায়ন হোমের সুপার বরখোল আলি জানিয়েছেন আজ বৃহস্পতিবার এই ৫ নাবালককে পেট্রাপোল সীমান্তে নিয়ে যায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। আগামিকাল শুক্রবার এই নাবালকদের তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। তাদের ট্রাভেল পারমিটের সাহায্যে বাংলাদেশে পাঠানো হচ্ছে।