Fire Brigade

হরিরামপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে গমের ক্ষেতে আগুন, ক্ষতি ফসলের

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে আগুন লেগে পুড়ে গেল গমের ক্ষেত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ১৬:৪৮
Share:

চলছে আগুন নেভানোর কাজ। নিজস্ব চিত্র।

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে আগুন লেগে পুড়ে গেল গমের ক্ষেত। হরিরামপুর হাসপাতাল থেকে উত্তর দিক এবং হরিরামপু্র কলেজের পূর্ব দিকের মাঠ বরাবর জমিতে আগুন ছড়িয়ে পড়ে রবিবার রাতে। যার জেরে ওই এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

Advertisement

হরিরামপুরের কলসি, সোনাহান এলাকা জুড়ে থাকা জমিতে এই আগুন লেগেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ বিঘা জমির গম নষ্ট হয়েছে আগুন লাগার জেরে। তবে কী ভাবে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। প্রাথমিক অনুমান, গম কাটার পর গাছের গোড়া অনেক ক্ষেত্রে পুড়িয়ে দেওয়া হয়। সেখান থেকেই আগুন আশপাশের জমিতে ছড়িয়ে পড়তে পারে। সেই আগুনে যেমন গমের ক্ষতি হয়েছে্‌ আবার আগুন নেভানোর জন্য জলের জেরেও গমের ক্ষতি হয়েছে। এই আগুন সোমবার ভোরেই নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটা দুর্ঘটনা না কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement