নিজস্ব চিত্র।
ইসলামপুরে অবর বিদ্যালয় পরিদর্শকের সদর সার্কেল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২টো ইঞ্জিন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা আয়ত্বে আনেন দমকল বিভাগের কর্মীরা। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে গিয়েছে প্রচুর বই ও জুতো। আগুন নেভাতে গিয়ে জলে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর কাগজপত্র।
বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরের বন্ধ ঘর থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ইসলামপুরের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দীকে। খবর যায় দমকলেও। দমকল কর্মীদের প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েক লক্ষ টাকার আসবাবপত্র, সরকারি পাঠ্যবই, জুতো, ডায়েরি ইত্যাদি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে সদর সার্কেলের দায়িত্বে থাকা দক্ষিণ চক্র বিদ্যালয় পরিদর্শক বেলাল হোসেন জানিয়েছেন।
ক’দিন পরই নতুন শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে। তার আগেই অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে বই বিতরণের কাজ চলছিল। যদিও দফতর সুত্রে জানা গিয়েছে, ৯০ শতাংশ বই বিলি হয়ে গেলেও এখনও ১০ শতাংশ বিলি করতে বাকি রয়েছে। সেই বইগুলি বিলির কাজ চলছিল। আজও বই বিলি হওয়ার কথা ছিল। আগুনের জেরে পুড়ে গেল সে সব বই।