শিলিগুড়ির রানাবস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাছে ওই বস্তিতে শনিবার সন্ধ্যায় আগুন লাগে। ইতিধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভাতে দমকল বাহিনীকে সাহায্য করছেন এলাকাবাসীরাও। স্থানীয় সূত্রেই খবর, এখনও পর্যন্ত পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
দমকম সূত্রে খবর, বস্তিতে আগুন লাগার পর অন্তত আটটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এলাকা ঘিঞ্জি হওয়ায় আশপাশে আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে। সেই কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানায় দমকল সূত্র।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)