বিডিও অফিসের আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। নিজস্ব চিত্র।
বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত হল মালবাজার ব্লকের বিডিও অফিসের ব্লক আধিকারিকের ঘরটি। বুধবার সকালে মালবাজার দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।
বিডিও অফিসের নৈশপ্রহরী বলেছেন, ‘‘আজ সকাল সাড়ে ৭টা নাগাদ ঘুম থেকে উঠে দেখি অফিসের ভিতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। অফিস খুলে আগুন দেখতে পাইনি। পরে দেখি বিডিও সাহেবের বন্ধ ঘরের দরজার নীচ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে।দরজা খুলে দেখি স্যানেটাইজারের জার ও অন্যান্য সামগ্রী জ্বলছে।সঙ্গে সঙ্গে দমকলে খবর দিয়েছিলাম। অফিসের বাকিদেরও জানিয়েছি ঘটনার কথা।’’ ঘটনা নিয়ে বিডিও অফিসের কর্মীরা বলেছেন, ‘‘এসি মেসিন, আসবাব, স্যানেটাইজারের জার সহ অন্যান্য সামগ্রী জ্বলে গেছে। তবে সরকারি নথি নষ্ট হয়নি। কম্পিউটারটিও অক্ষত রয়েছে।’’
উল্লেখ্য, বিডিও বিমানচন্দ্র দাস বর্তমানে ছুটিতে রয়েছেন। জয়েন্ট বিডিও বন্ধনা শেরপা বলেন,‘‘সকাল ৭.৩০ মিনিট নাগাদ নৈশপ্রহরী আশরাফুল আগুন দেখতে পান। প্রথমে তিনিই নেভাতে চেষ্টা করেন। পরে দমকল কর্মীরা এসে আগুন নেভান।’’ দমকল বিভাগের আধিকারিক দেবাশিস বণিক জানান, ‘‘খবর পাওয়ামাত্রই আমরা আগুন নেভাতে এসেছি। তবে কী কারণে আগুন লেগেছে, তা তদন্তসাপেক্ষ।’’