প্রতীকী ছবি।
বর্ষীয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল দলের আলিপুরদুয়ারের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। যদিও বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ দেবপ্রসাদ।
কিন্তু গোটা ঘটনায় ক্ষুব্ধ দলের নেতা-কর্মীদের অনেকেই। প্রবীণ নেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর জন্মদিনে শ্রদ্ধা জানাতে দলের বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা পার্টি অফিসে এসেছিলেন দেবপ্রসাদ। অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর পর পার্টি অফিসের একটি ঘরে বসতেই দলের দুই-তিনজন কর্মী তাঁর দিকে এগিয়ে যান। যাঁদের একজন দেবপ্রসাদকে উদ্দেশ্য করে বলেন, “আপনি তো এখানে আসেন না। কেন এসেছেন এখানে?” সঙ্গে সঙ্গে দেবপ্রসাদ ওই কংগ্রেস কর্মীকে পাল্টা বলেন, “তুমি হয়তো আমায় দেখনি, কিন্তু আমি এখানে আসি।”
সূত্রের খবর, এরপর ওই কর্মী পাল্টা প্রশ্ন করেন, “প্রাক্তন জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকারের মৃত্যুর পর তো আপনি আসেননি।” তার উত্তরে দেবপ্রসাদ বলেন, “সেই সময় আমি নিজেই প্রচণ্ড অসুস্থ ছিলাম।” অভিযোগ, এরপরই ওই কর্মী কথা না বাড়িয়ে ‘পার্টি অফিস বন্ধ করে দেব’ বলে হুমকি দিতে দিতে সেখান থেকে বেরিয়ে যান।
২০১১ সালের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে নির্বাচিত হয়ে কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন দেবপ্রসাদ। যদিও ২০১৬ সালে দলের নেতাদের একাংশের বিরোধিতায় তিনি নির্বাচনে লড়েননি বলে কংগ্রেস সূত্রের খবর। কিন্তু আগামী নির্বাচনে ফের আলিপুরদুয়ার কেন্দ্রে জোট দেবপ্রসাদকেই প্রার্থী করতে পারে বলে বেশ কিছুদিন ধরেই জেলার রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে।
এরই মধ্যে বুধবার কোচবিহারে আসেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। আগামী ২৪ নভেম্বর কোচবিহারে জোটের মিছিলে তাঁর যোগ দেওয়ার কথা। সেই মিছিলের মাঝে কিছুটা সময় থাকায় বৃহস্পতিবার নিজের জন্মস্থান আলিপুরদুয়ারে আসেন তিনি।
প্রশ্ন উঠছে, আগামী বিধানসভা নির্বাচনে তিনি আবার প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন উঠতেই কি এমন ঘটনা ঘটল?
দেবপ্রসাদ বলেন, “গুঞ্জন থাকলে হয়তো প্রাসঙ্গিতা আছে। এই সঙ্কটেও যেটা আমার কাছে আত্মতৃপ্তির। কিন্তু নির্বাচনে কে প্রার্থী হবে সেটা দল ঠিক করবে।” আর এদিনের ঘটনা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, “হয়তো আমায় অপমান করার উদ্দেশ্যেই এই ব্যবহার করা হয়েছে। কিন্তু এতে আমি এতটুকুও অপমানিত বা বিচলিত হইনি।”
জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ বলেন, “দলের পার্টি অফিসে এমন কোনও ঘটনা ঘটেছে বলে জানা নেই।”