সংবর্ধনা বদলে গেল তৃণমূলের প্রচারসভায়

কথা ছিল ক্রীড়া সামগ্রী বিক্রেতা সংস্থা কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবে। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার পরে বদলে গেল শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়ার প্রচারসভায়। অন্তত বিরোধীদের এমনটাই অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৬ ০১:৫৯
Share:

কথা ছিল ক্রীড়া সামগ্রী বিক্রেতা সংস্থা কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবে। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার পরে বদলে গেল শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়ার প্রচারসভায়। অন্তত বিরোধীদের এমনটাই অভিযোগ। সভায় প্রথমে প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা ভাইচুংকে ভোট দেওয়ার আর্জি জানান, পরে ভাইচুং নিজেই ভোট চেয়ে আবেদন করেন, শেষে ক্রীড়া সংস্থার কর্ণধারও ভাইচুংকে ভোট দিয়ে জেতানোর আবেদন জানালেন। ভাইচুংও জিতলে শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গে একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করে দেবেন বলে দাবি করেন কর্তারা। এমন ভাবে প্রচার করা যায় না বলে দাবি তুলেছেন ভাইচুংয়ের প্রতিদ্বন্দ্বী তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। তাঁরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়ে দিয়েছেন।

Advertisement

এ দিন ওই ক্রীড়া সংস্থার একটি শোরুম উদ্বোধন হয়। ওই অনুষ্ঠানে বিভিন্ন খেলায় অবদানের জন্য ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনা দেওয়া হয়। ক্রিকেটে জয়ন্ত ভৌমিক, টেবল টেনিসে ভারতী ঘোষ ও অমিত দাম, দেহ সৌষ্ঠবে মনোজ মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয়। ওই সংস্থার কর্ণধার খোকন ভট্টাচার্য প্রতিবন্ধী জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় সোমা কুণ্ডুর যাবতীয় খেলার সরঞ্জামের আজীবন দায়িত্ব নেবেন বলে ঘোষণা করেন।

এ দিন বিধান মার্কেটে ওই ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে গিয়েই তাঁদের উদ্যোগকে স্বাগত জানান ভাইচুং। শিলিগুড়িতে ফুটবল অ্যাকাডেমি গড়ার প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, ‘‘আমার ইচ্ছে রয়েছে একটি মাল্টি ফেসিলিটি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার। যাতে সব রকম খেলাকে সমান গুরুত্ব দেওয়া হবে।’’ প্রাক্তন ফুটবলার শ্যাম থাপাও বলেন, ‘‘আমার স্বপ্ন ছিল শিলিগুড়িতে ফুটবল অ্যাকাডেমি গড়া। তার জন্য একটি মাঠও নিয়েছিলাম।’’ তাঁর অভিযোগ পরে রাজনৈতিক কারণে তা বন্ধ হয়ে যায়। তাঁর দাবি, ‘‘আর যেন এমনটা না হয়, তা দেখার জন্য উপযুক্ত লোক ভাইচুংই।’’ পরে তিনি বিকেলে ভাইচুংয়ের হয়ে ভোট চাইতে পথে নামেন। প্রচারে যান শিলিগুড়ি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডেও। মিছিলেও অংশ নেন। তবে তিনি কোনও বিশেষ দলের সমর্থক নন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘‘আমি ব্যক্তি ভাইচুংকে সমর্থন করেছি। কোনও দলকে নয়। অন্য কোনও খেলোয়াড় হলেও সমর্থন করতাম। এর আগে সিপিএমের হয়েও প্রচারে গিয়েছি। তাতে কোনও আপত্তি নেই।’’

Advertisement

যদিও তাঁদের এই প্রচার বিধি বহির্ভুত বলে দাবি করেছেন অশোকবাবু। তিনি বলেন, ‘‘শাসক দলের প্রার্থী বা নেতারা যে কোনও জায়গায় এমন ভাবে প্রচার করতে পারেন না। এর আগেও এমন কাজ করেছেন। আমরা নির্বাচন কমিশনে জানাব।’’ যদিও এতে অন্যায়ের কিছু দেখছেন না ওই ক্রীড়া বিপণির কর্ণধার খোকন ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘আমরা ক্রীড়াপ্রেমী হিসেবে ভাইচুংকে ক্ষমতায় দেখতে চাই। তাতে কেউ যদি মনে করেন, রাজনৈতিক বক্তব্য রাখছি, তা হলে আমার কিছু করার নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement