—প্রতীকী চিত্র।
আরজি কর-কাণ্ড নিয়ে শোরগোলের আবহে বাঁকুড়ার পর মালদহেও নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই নাবালিকার বাবা, মা। পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। সব দিক খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করা হবে।’’
পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগ, একাদশ শ্রেণির ওই নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণ করেছেন প্রতিবেশী এক যুবক। শুধু তা-ই নয়, ধর্ষণের ভিডিয়ো করে তা দেখিয়ে ব্ল্যাকমেলও করা হচ্ছিল পরিবারকে। এর পরেই স্থানীয় থানার দ্বারস্থ হয় তারা। পরিবারের দাবি, পুলিশে অভিযোগ জানানোর পরেও কোনও সুরাহা হয়নি। উল্টে অভিযোগ প্রত্যাহার করতে বলে চাপ দিতে থাকেন অভিযুক্ত প্রতিবেশী যুবক। পরিবার তাতে রাজি না হওয়ায় নাবালিকাকে হুমকি, এমনকি মারধরও করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এর পরেই জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয় তারা।
বাঁকুড়াতেও নাবালিকা আদিবাসী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে নির্যাতিতার পরিবার লিখিত অভিযোগ দায়ের করার পরেই তদন্তে নেমে অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পরই চার জনকে গ্রেফতার করা হয়েছে। পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’’