Alipurduar

রাতে রেঞ্জ অফিসে ঢুকে পড়ল দলছুট দাঁতাল, খাবার খেয়েও ঠায় দাঁড়িয়ে

পরে বনকর্মীরা দাঁতালটিকে জঙ্গলে ফেরত পাঠান।

লোহার গেট খুলে ঢুকছে হাতি। সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৭:০৮
Share:
Advertisement

ঘুটঘুটে অন্ধকার। নিঝুম জঙ্গল। এমনই ঘুমন্ত পুরীতে আচমকা রেঞ্জ অফিসের গেটে হাজির গজরাজ। গ্রিলের গেট খুলে ঢুকে পড়ল ভিতরে। এমনই রোমহর্ষক ছবি ধরা পড়ল আলিপুরদুয়ারের কোদালবস্তি রেঞ্জ অফিসের সিসিটিভি ক্যামেরায়।

দলছুট ওই হাতিটি অবশ্য তাণ্ডব চালায়নি। অফিস ক্যাম্পাসের ভিতরে থাকা একটি ফলের গাছ থেকে খাবার খেয়ে নিজেই ফাঁকা জায়াগায় রেঞ্জ অফিস চত্বরে দাঁড়িয়ে ছিল দীর্ঘক্ষণ। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে রেঞ্জ অফিসের পাশে থাকা বনকর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে। পরে বনকর্মীরা দাঁতালটিকে জঙ্গলে ফেরত পাঠান।

Advertisement

বন দফতর সূত্রে জানা গিয়েছে, কোদাল বস্তি জঙ্গল থেকে বেরিয়ে আলিপুরদুয়ারগামী ৩১ নম্বর জাতীয় সড়ক পার করে হাতিটি লোকালয়ে ঢুকে পড়ে। কোদাল বস্তির রেঞ্জার ধীরাজ কামি জানান, ‘‘দাঁতাল হাতিটি দলছুট হয়ে রেঞ্জ অফিস চত্বরে ঢুকে পড়লেও কোনও ক্ষয়ক্ষতি করেনি। জঙ্গলে ফেরত পাঠানোর পর স্বস্তি পেয়েছেন আতঙ্কিত রেঞ্জ অফিসের কর্মীরা।’’

আরও পড়ুন: কোভিড রুখতে কেন্দ্রের সঙ্গেই কাজ করবে রাজ্য, মোদীকে বললেন মমতা, দরবার বকেয়া অর্থেরও

Advertising
Advertising
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement