অগস্টের গোড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকে যে নৈরাজ্যের মাথাচাড়া দেওয়া শুরু, তা থামার নাম নেই। উল্টে, প্রতিনিয়ত উঠছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ। দেশের অর্থনৈতিক কাঠামো নড়বড়ে। ‘নতুন ভোর’ আনার স্বপ্ন দেখানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘরে-বাইরে ক্রমশ কোণঠাসা। এই পরিস্থিতিতে দৃষ্টি ঘোরাতে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আবার হাতিয়ার করল প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে।