প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের সমালোচনা করতে গিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় একাধিক সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিয়েছেন, এই অভিযোগ পেয়ে তৃণমূল কংগ্রেসকে শো-কজ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার শিলিগুড়িতে মডেল কোড অব কনডাক্ট সেলের তরফে তৃণমূলের জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে চিঠির উত্তর জানাতে বলা হয়েছে। শিলিগুড়ি পুর নির্বাচনের এমসিসি-র দায়িত্বে থাকা আধিকারিক বীরবিক্রম রাই বলেন, ‘‘সিপিএমের তরফে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছিল। তা গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তৃণমূল নেতৃত্বের কাছে নোটিস পাঠিয়ে বিষয়টি জানতে চাওয়া হয়েছে।’’
এদিন দুপুরে এমসিসি-র অফিসারেরা হিলকার্ট রোডের তৃণমূল ভবনে গিয়ে নোটিসটি দিয়ে এসেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘এখনও ওই চিঠি হাতে পাইনি। চিঠি দেখে তার উত্তর জানানো হবে।’’ তৃণমূল সূত্রেখবর, বিষয়টি পার্থবাবুকে জানানো হয়েছে। চিঠি এলে তার উত্তর পাঠানোর নির্দেশও দিয়েছেন পার্থবাবু।
কমিশন সূত্রের খবর, সিপিএমের তরফে জেলা সম্পাদক জীবেশ সরকার তৃণমূলের মহাসচিব পার্থবাবুর একটি বক্তব্যকে ঘিরে ওই অভিযোগ জানিয়েছিলেন। সিপিএমের অভিযোগ, গত সোমবার পার্থবাবু শিলিগুড়িতে দলীয় বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তাঁর সঙ্গে জেলা সভাপতি গৌতমবাবু ছাড়াও কয়েকজন প্রার্থীও ছিলেন। পার্থবাবু সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যকে ঘিরে কয়েকটি মন্তব্য করেন। অশোকবাবুর অভিযোগ, তাঁর নাম জড়িয়ে পার্থবাবু যা বলেছেন তা আপত্তিকর শুধু নয়, বিভিন্ন সম্প্রদায়কে জড়িয়ে কটাক্ষ করার সামিল। অশোকবাবু এ বার শহরের হিলকার্ট রোড লাগোয়া ছয় নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে লড়ছেন। সেখানে বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস।
অশোকবাবুর দাবি, ‘‘তৃণমূলের মহাসচিব বলেছেন, আমি নাকি অশোক মিত্তাল নামে পরিচিত। এখন লুঙ্গি পরে অশোক সর্দার হয়ে ঘুরে বেড়াচ্ছি। তার পরেও তিনি বলেছেন, মন্ত্রী ছিলাম, এখন পুরভোটে দাঁড়িয়েছি। এই সব মন্তব্য অত্যন্ত আপত্তিকর। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ভাবাবেগকে তিনি আঘাত করেছেন। এটা বিধিভঙ্গের সামিল। সমস্ত অভিযোগ কমিশনে জানিয়েছি।’’ অশোকবাবুর হয়ে ওই ঘটনা নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানান সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার। তাঁর অভিযোগ, ‘‘শিলিগুড়ির মতো শহরে ওই কথা বিভিন্ন সম্প্রদায়কে আঘাত করেছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করার অভিযোগে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে অভিযোগ জানানো হয়েছে।’’