পালন: গোষ্ঠ পালের মূর্তির সামনে মোহনবাগান দিবস পালন সমর্থকদের। শিলিগুড়িতে। —নিজস্ব চিত্র
একদলের কাছে জয়ের ইতিহাসের উদ্যাপন। অন্যদলের কাছে শতবর্ষে পা রাখার আনন্দ। বাঙালির ফুটবল আবেগের সঙ্গে যে দু’টি ক্লাবের নাম জড়িয়ে। সেই দু’টি দলের সমর্থকেরাই এ দিন আনন্দে মাতলেন শিলিগুড়ি শহরে। মোহনবাগান দিবস উপলক্ষ্যে যখন শতাধিক সবুজ-মেরুন বেলুন আকাশে ওড়াল মোহনবাগান ফ্যানস ক্লাব। তখন ইস্টবেঙ্গলের একশো বছর উপলক্ষ্যে মিষ্টিমুখ করাল ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের সদস্যরা।
সোমবার মোহনবাগান ফ্যানস ক্লাব ‘শিলিগুড়ি মেরিনার্সে’র পক্ষ থেকে সমারোহে পালিত হল মোহনবাগান দিবস। গোষ্ঠ পাল মোড়ে গোষ্ঠ পালের মূর্তির নীচে জমায়েত করেন সমর্থকরা। দলের পতাকা উত্তোলন করা হয়। পথচলতি মানুষদের সবুজ-মেরুন মিষ্টি বিলি করা হয়। অনেকেই এসে নিজস্বী তোলেন তাঁদের সঙ্গে। শহরজুড়ে টোটোয় করে মোহনবাগানের সমর্থনে গান বাজানো হয়। প্রিয় দলের জার্সি গায়ে উল্লাসে মেতে উঠেন সমর্থকরা।
ফ্যানস ক্লাবের সভাপতি দেবজ্যোতি বিশ্বাস জানান, মোহনবাগান ১৩০ বছরের পুরনো। তাঁর দাবি, শিলিগুড়িতে ইস্টবেঙ্গলের সমর্থক বেশি হতে পারে কিন্তু মোহনবাগানের সমর্থক সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন। তিনি বলেন, ‘‘সারা বছর ধরে সামাজিক অনুষ্ঠান, ফুটবল টুনার্মেন্ট আয়োজনের চেষ্টা চলছে।’’ ইস্টবেঙ্গলের একশো বছর উপলক্ষ্যে সমর্থকদের শুভেচ্ছা জানান মোহনবাগান ফ্যানস ক্লাবের সম্পাদক সৈকত রায়।
এ দিন ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের পক্ষ থেকে কয়েকটি জায়গায় মিষ্টি বিলি করা হয়েছে। শহরজুড়ে লাল-হলুদ পতাকা লাগানো হবে, একটি বড় গেটও করা হবে বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের সম্পাদক সঞ্জয় সাহা।