earthquake

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, কম্পনের মাত্রা ৪.২

জলপাইগুড়ি ছাড়াও আলিপুরদুয়ারে অনুভূত হয়েছে কম্পন। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের থিম্পু। গভীরতা অন্তত ১০ কিলোমিটার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ২১:১০
Share:

প্রতীকী ছবি।

ভুমিকম্পে আচমকাই কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার রাত ৮টা ১৬ মিনিটে কম্পন অনুভূত হয়েছে ডুয়ার্স-সহ গোটা জলপাইগুড়ি জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। এখনও পর্যন্ত বিশেষ ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর মেলেনি।

Advertisement

জলপাইগুড়ি ছাড়াও আলিপুরদুয়ারে অনুভূত হয়েছে কম্পন। জানা গিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের থিম্পু। গভীরতা অন্তত ১০ কিলোমিটার।

কম্পন অনুভূত হতেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। আতঙ্কে শঙ্খধ্বনি দিতে দেখা যায় মহিলাদের। আলিপুরদুয়ারের বাসিন্দা সমর্পিতা ভট্টাচার্য বলেন, ‘‘প্রথমে একটা হালকা ধরনের কাঁপুনি ছিল। তার পর সেটাই এক ঝটকায় বেড়ে যায় হঠাৎ। ভয় পেয়ে গিয়েছিলাম খুব। পরে বুঝতে পারি ওটা ভূমিকম্প। আশপাশের লোকজন সবাই চিৎকার করছিল। তাই শুনে সবাই বাইরে বেরিয়ে আসি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement