লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নাম লেখাতে মহিলাদের ভিড়। নিজস্ব চিত্র।
দুয়ারে সরকার শিবিরে মহিলাদের হুড়োহুড়িতে বিপত্তি ঘটল পুরাতন মালদহের সাহাপুর হাই স্কুলে। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে একে অপরের উপরে পড়ে যান। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় আহত হয়েছেন ১০ জনের বেশি মহিলা। বেশ কয়েক জন অচেতনও হয়ে পড়েন। অসুস্থদের উদ্ধার করে স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মালদা থানার পুলিশ।
মালদহের ওই স্কুলে মহিলাদের ভিড় ছিল ‘লক্ষ্মী ভান্ডার’ প্রকল্পে নাম লেখানোর জন্য। প্রচুর মহিলা বুধবার ভোর থেকেই স্কুলের বাইরে লাইনে দাঁড়ান। সকাল সাড়ে ১০টা নাগাদ ক্যাম্প শুরুর আগেই হাজারেরও বেশি মহিলার ভিড় জমে যায়। স্কুলের দরজা খুলতেই হুড়োহুড়ি করে ঢোকার চেষ্টা করেন তাঁরা। তখনই একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়েন। পরে মালদা থানার বাড়তি পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।