অনূর্ধ্ব ১০ বছরের ফুটবলারের দলে সুযোগ পেয়ে স্পেনে ফুটবল শিবিরে যোগ গিতে চলেছে ডুয়ার্সের ওদলাবাড়ির শুভদীপ ঘোষ। ওই দলে রাজ্য থেকে মোট ৩০ জন রয়েছে। অ্যাটলেটিকো দ্য কলকাতা ক্লাবের পক্ষে মাস দু’য়েক আগে বাংলা জুড়ে অনূর্ধ্ব দশ ফুটবল প্রতিভা খোঁজার শিবির শুরু হয়েছিল। ওদলাবাড়ির শিবির থেকে শুভদীপকে চিহ্নিত করেন অ্যাটলেটিকো কর্তারা। প্রাথমিক ভাবে বাংলা জুড়ে ৩০০ জনকে বাছাই করে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতায় আবাসিক শিবির করে সেখান থেকে চূড়ান্ত ভাবে ৩০জনের দল বাছা হয়েছে। শুভদীপ স্পেনে যাবার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত তার বাবা শেখর ঘোষ। শেখরবাবু জানান ছোট থেকেই শুভদীপের ফুটবলের নেশা। দিনের বেশির ভাগ সময়টা মাঠেই কাটাতে ভালবাসে সে।