অবাধ পাচারে বাধা কুকুরের দল, বিষ দিয়ে মারল চোরাকারবারীরা

বিষ মেশানো খাবার খাইয়ে কুকুরের দলকে মেরে ফেলার অভিযোগ উঠল চোরাকারবারীদের বিরুদ্ধে। রবিরার রাতের ঘটনা দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বিধানসভা ভোট শেষ হতেই চোরাকারবারের বাড়বাড়ন্ত শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ০২ মে ২০১৬ ১৬:০০
Share:

—নিজস্ব চিত্র।

বিষ মেশানো খাবার খাইয়ে কুকুরের দলকে মেরে ফেলার অভিযোগ উঠল চোরাকারবারীদের বিরুদ্ধে। রবিরার রাতের ঘটনা দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বিধানসভা ভোট শেষ হতেই চোরাকারবারের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। চোরাকারবারীদের আনাগোনা ও চলাচলে এলাকার কুকুর চিৎকার করে সজাগ করে দিচ্ছিল এলাকার বাসিন্দাদের। এতে পাচারকারীরা সমস্যায় পড়েছিল বলে অভিযোগ। আর তাতেই সারমেয়দের মুখ বন্ধ করতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এলাকার কুকুরের দলকে মেরে ফেলার অভিযোগ উঠেছে চোরাকারবারীদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে এলাকায় তদন্তে গিয়েছেন হিলির জয়েন্ট বিডিও এবং পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement