আত্মসমর্পণ করে তোপ দিলীপের

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে গঙ্গারামপুরে মিছিল করা নিয়ে পুলিশের সঙ্গে বিজেপির সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মি আহত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০৫:২১
Share:

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফাইল চিত্র।

পুরনো মামলায় আদালতে আত্ম সমর্পণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা আদালতে হাজিরা দেন তিনি। তাঁর সঙ্গে একই মামলায় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতি শুভেন্দু সরকারও হাজিরা দেন। এদিন দুপুরে আদালত থেকে বেরিয়ে এসে এই প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। দিলীপ বলেন, ‘‘আমরা কোনও গণতান্ত্রিক কর্মসূচি নিলেই তাকে বাধা দেওয়া হচ্ছে। আমাদের আইন ভাঙতে বাধ্য করা হচ্ছে। তারপরে আমাদের নামে মিথ্যে মামলা করা হচ্ছে। যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে আসছেন তাঁদের বিরুদ্ধেও গাঁজার কেস, অপহরণের মামলা দেওয়া হচ্ছে। এই ভাবে বিজেপিকে আটকাতে পারবে না।’’

Advertisement

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে গঙ্গারামপুরে মিছিল করা নিয়ে পুলিশের সঙ্গে বিজেপির সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মি আহত হয়। তারপরেই পুলিশ বিজেপির রাজ্য সভাপতি, জেলা সভাপতি, সাংসদদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে বলে বিজেপির অভিযোগ। গত জুন মাসের সেই ঘটনায় গত জুলাই মাসে কলকাতা হাইকোর্ট থেকে তাঁরা জামিনও পান। কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল গঙ্গারামপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করতে হবে।

এ দিন দিলীপ বলেন, ‘‘প্রশাসন দিয়ে জেলা পরিষদ চালানো হচ্ছে।’’ এ দিন তিনি জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ ও বিপ্লব মিত্রকে নিয়ে একান্তে আলোচনা করেন। বিপ্লবের দাবি, ‘‘জেলা পরিষদের বর্তমান পরিস্থিতি, আইনি দিক এইসব নিয়ে আলোচনা হয়েছে।’’ তবে তৃণমূল তাদের বিরুদ্ধে তোলা সব অভিযোগই অস্বীকার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement