রানার্স শিলিগুড়ির দিব্যাংশ

কলকাতার মিলন সঙ্ঘ ক্লাবের উদ্যোগে রাজ্য ব্যাডমিন্টনে অনূর্ধ্ব ৯ বছর বিভাগে রানার্স হয়েছে শিলিগুড়ির রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্ঘের খেলোয়াড় দিব্যাংশ অগ্রবাল।

Advertisement
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৬
Share:

কলকাতার মিলন সঙ্ঘ ক্লাবের উদ্যোগে রাজ্য ব্যাডমিন্টনে অনূর্ধ্ব ৯ বছর বিভাগে রানার্স হয়েছে শিলিগুড়ির রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্ঘের খেলোয়াড় দিব্যাংশ অগ্রবাল। রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, বুধবার ফাইনালে দক্ষিণ দিনাজপুরের সুস্মিত সরকারের কাছে ১৫-১২ এবং ১৫-১৩ পয়েন্টে হেরে গিয়েছে দিব্যাংশ। তবে এ দিনই সেমি ফাইনালে বর্ধমানের আয়ুষ্মান পালকে ১৫-৫ এবং ১৫-১৩ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে সে। ৫-৭ সেপ্টেম্বর কলকাতার লেকগার্ডেন্সে এই ব্যাডমিন্টনের আসর বসে। রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্ঘ থেকে যোগ দিয়েছিলেন দু’জন। দিব্যাংশ ছাড়া অনূর্ধ্ব ১১ বছরের মেয়েদের বিভাগে সম্ভবী সৌরভি রাই। তাদের কোচ প্রসেনজিৎ সাহা বলেন, ‘‘রাজ্য প্রতিযোগিতা থেকে এ ধরনের পদক জয় খেলোয়াড়দের উৎসাহ দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement