Virat Kohli-Anushka Sharma

পার্‌থে শতরান বিরাটের, তার পরেই অনুষ্কার উদ্দেশে চুম্বন, কঠিন সময়ে কী ভাবে পাশে ছিলেন স্ত্রী?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ৩০তম শতরান করলেন বিরাট কোহলি। উদ্‌যাপনে স্ত্রীর প্রতি তাঁর কৃতজ্ঞতাও জানাতে ভুললেন না তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৯:০২
Share:

(বাঁ দিকে) কোহলির শতরানের পর অনুষ্কার হাততালি। স্ত্রীর উদ্দেশে চুম্বন বিরাটের (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

অনুরাগীদের পাশাপাশি তিনিও খুশি। তাই পার্‌থে তৃতীয় দিন বিরাট কোহলি সেঞ্চুরি পেতেই গ্যালারিতে হাসি মুখে দেখা গেল অনুষ্কা শর্মাকে। হাত তালি দিয়ে বিরাটকে যখন তিনি সম্মান জানাচ্ছেন তখনই দেখা গেল, পিচ থেকে স্ত্রীর উদ্দেশে শূন্যে চুম্বন ছুড়ে দিলেন কোহলি।

Advertisement

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩০তম শতরান পাওয়ার পরেই গ্যালারিতে অনুষ্কার উদ্দেশে হাত নাড়তে শুরু করেন বিরাট। তার পরে ছুঁড়ে দেন চুম্বন। তা দেখেই হাসতে শুরু করেন অনুষ্কা। সেই ভিডিয়ো আপাতত নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

তৃতীয় দিনের খেলার শেষে বক্তব্য রাখেন বিরাট। ৪৯২ দিন পর টেস্টে শতরান পেলেন বিরাট। কঠিন সময়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে স্ত্রীকে নিয়ে কথা বলেন তিনি। বিরাট বলেন, ‘‘শুরু থেকেই আমার চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছে অনুষ্কা। ভাল পারফর্ম করতে না পারলে তখন মনের মধ্যে কী চলে, সেটা ও জানে। আমি ব্যর্থতাকে বয়ে নিয়ে যেতে চাই না। দেশের প্রতিনিধিত্ব করতে পারলেই আমি গর্বিত।’’

Advertisement

অনুষ্কা বেশ কিছু বছর ধরেই বলিউডের বাইরে। অভিনয় করছেন না। খুব একটা ছবি করার দিকে আগ্রহ নেই বলেও জানান তিনি।চলতি বছর ১৫ ফেব্রুয়ারি অভিনেত্রী দ্বিতীয় সন্তান অকায়ের জন্ম দেন। তার পর থেকেপরিবারের সঙ্গেই সময় কাটাতেআগ্রহী অনুষ্কা।তাঁর অভিনীত‘চাকদহ এক্সপ্রেস’ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement