প্রতীকী চিত্র
করোনাভাইরাস সংক্রমণের মোকাবিলায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড (আইডি) কতটা প্রস্তুত তা খতিয়ে দেখল দিল্লির একটি প্রতিনিধি দল। বুধবার আচমকা পরিদর্শনে আসে তারা।
রিজিওনাল ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এ দিন মেডিক্যালে আসেন। বাগডোগরা বিমানবন্দরে নেমেছিলেন তারা। সেখানেও করোনাভাইরাস প্রতিরোধে নজরদারি, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা কী রয়েছে খতিয়ে দেখেন।
মেডিক্যালের একটি সূত্রে জানা গিয়েছে, এ দিনই যাওয়ার কিছুক্ষণ আগে ওই প্রতিনিধি দলের তরফে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। জানান হয়, কিছুক্ষণের মধ্যে পরিদর্শনে পৌঁছবেন তাঁরা। সেইমতো পৌঁছেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কেউ ভর্তি হলে তাঁর চিকিৎসার কী ব্যবস্থা রয়েছে জানতে চান।
হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানান আইসোলেশন ওয়ার্ডে ৬টি শয্যা আলাদা করে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ‘ক্যুইক রেসপন্স টিম’ তৈরি হয়েছে বলে প্রতিনিধি দলকে জানান হয়। চিকিৎসা পরিষেবার কাজে যাঁরা যুক্ত থাকবেন তাঁদের নিরাপত্তার জন্য এন ৯৫ মাস্ক এবং ‘পার্সোনাল প্রটেকটেড ইকুইপমেন্ট’(পিপিই) রাখা হয়েছে। ওই বিশেষ পোশাক চিকিৎসক ও নার্সরা ব্যবহার করবেন।
বৈঠক সেরে আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখেন চার সদস্যের প্রতিনিধি দল। হাসপাতালের সুপার কৌশিক সমাজদার অবশ্য পরিদর্শনের বিষয়ে মুখ খুলতে চাননি। হাসপাতালের একটি সূত্রে জানা গিয়েছে, দিল্লির একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। আইডি-র ব্যবস্থা দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।
প্রতিনিধি দল জানিয়েছে তারা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে এবং রাজ্য স্বাস্থ্য দফতরে প্রয়োজনীয় রিপোর্ট দেবেন। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।