Debasree Chaudhuri

গৃহ সম্পর্ক অভিযানে এ বার দেবশ্রী

দেবশ্রী বলেন, ‘‘যে ভাবে আমাদের দলের সর্বভারতীয় সভাপতির উপর আক্রমণ হয়েছিল, তা থেকেই বোঝা যায় এই সরকার কোনও নিয়ম মানছে না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ২২:৫১
Share:

শনিবার রায়গঞ্জে দেবশ্রী। —নিজস্ব চিত্র।

বিজেপি-র গৃহ সম্পর্ক অভিযানে এ বার শামিল হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। শনিবার রায়গঞ্জ পুরসভার উকিলপাড়া ও ব্লক এলাকার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দেবশ্রী ‘আর নয় অন্যায়’ কর্মসূচির প্রচার চালান।

Advertisement

উকিলপাড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিজেপি-র তরফে মন্ত্রী-সহ অনেকেই এসেছিলেন। তবে ভোট প্রচারে নয়। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েই তাঁরা আলোচনা করেছেন বলে স্থানীয়দের দাবি।

দেবশ্রী বলেন, ‘‘যে ভাবে আমাদের দলের সর্বভারতীয় সভাপতির উপর আক্রমণ হয়েছিল, তা থেকেই বোঝা যায় এই সরকার কোনও নিয়ম মানছে না। এই সরকারের বিরুদ্ধে সংবিধানের নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণ করা যেতেই পারে। কিন্তু বিজেপি চায়, গণতান্ত্রিক পদ্ধতিতেই এই সরকারের পতন হোক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement