নদী থেকে উদ্ধার তৃণমূল নেতার দেহ। প্রতীকী চিত্র।
নদী থেকে উদ্ধার হল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের মৃতদেহ। রবিবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। ওই এলাকার নিগমানন্দ সেতুর নীচে ধরলা নদীতে মৃতদেহটি পাওয়া গিয়েছে। দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় রহস্য ঘনিয়েছে। কারণ মৃতদেহ উদ্ধারের ২৪ ঘণ্টা আগে নিহতের স্কুটার উদ্ধার হয়েছে। এ নিয়ে খুনের অভিযোগ তুলছে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই কাণ্ডে এক মহিলা-সহ দু’জনকে আটক করা হয়েছে।
মৃতের নাম ধনেশ্বর রায় (৪২)। তিনি ময়নাগুড়ির মাধবডাঙার বাসিন্দা। ধনেশ্বর মাধবডাঙা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তাঁর স্কুটার উদ্ধার হয়। এর পর রবিবার ওই এলাকার নিগমানন্দ সেতুর নীচে ধরলা নদীতে ধনেশের মৃতদেহ মেলে। ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ।
দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের মাথায় এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ওই ঘটনায় এক মহিলা-সহ দু’জনকে আটক করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের বাড়ি ময়নাগুড়ির দক্ষিণ মাধবডাঙ্গা এবং শর্মাপাড়ায়।