Leopard

Leopard: নম্বরবিহীন গাড়ি থেকে চিতাবাঘের দেহ উদ্ধার মাদারিহাটে, আরোহীরা পলাতক

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারের আশেপাশে রাস্তার উপর গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চিতাবাঘটির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৭ মে ২০২১ ১৫:১৮
Share:

নিজস্ব চিত্র

টোল প্লাজায় কর্তব্যরত পুলিশকর্মীরা সন্দেহবশত নম্বর বিহীন গাড়িটি থামিয়ে চালক এবং আরোহীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন। আচমকাই তাঁরা ছুটে পালান। এরপর গাড়ি তল্লাশি করে পুলিশ। তার ডিকি থেকে উদ্ধার হয় একটি চিতাবাঘের দেহ। বুধবার রাতে আলিপুরদুয়ারের রাঙ্গালিবাজনায় এই ঘটনা ঘটেছে।

Advertisement

জেলা পুলিশ সূত্রের খবর, রাত ২টো নাগাদ ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের উপর রাঙ্গালিবাজনা টোল প্লাজায় নম্বরপ্লেট বিহীন ছোট গাড়িটিকে আটক করে মাদারিহাট থানার পুলিশকর্মীরা। নম্বরপ্লেট না থাকায় গাড়িটির উপর সন্দেহ হওয়ার কারণেই গাড়িটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদ শুরু করতেই আচমকা পালিয়ে যান গাড়ির চালক এবং ৪ আরোহী। এরপর গাড়িটিতে তল্লাশি শুরু করে পুলিশ। ডিকি খুলতেই দেখা যায় চিতাবাঘের দেহটি। গাড়ি-সহ চিতাবাঘের দেহ মাদারিহাট থানায় নিয়ে যান পুলিশকর্মীরা।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারের আশেপাশে রাস্তার উপর গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চিতাবাঘটির। কিন্তু কী কারণে দেহটি গাড়িতে তুলে পালানোর চেষ্টা হয়েছিল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গাড়ির চালক ও যাত্রীরা আলিপুরদুয়ার জেলারই বীরপাড়া থানা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে মাদারিহাট থানার ওসি টি এন লামা বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই গাড়ির ধাক্কাতেই চিতাবাঘটি মারা গিয়েছে। এরপর সেটিকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে গাড়ির চালক-সহ অন্যেরা। তাদের খোঁজ চলছে। মৃত চিতাবাঘের দেহ বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement