Malda

মানিকচকে ফেরি দুর্ঘটনার ২ কিলোমিটার দূরে উদ্ধার এক জনের দেহ

অন্য দিকে গঙ্গায় ডুবে যাওয়া ৮টি লরির মধ্যে এখনও পর্যন্ত দু’টি উদ্ধার করা সম্ভব হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ২০:৪৩
Share:

দেহ নিয়ে পারে আসছেন উদ্ধারকারীরা। —নিজস্ব চিত্র

মালদহে ফেরি দুর্ঘটনার তিন দিন পর নদীতে ভেসে উঠল এক জনের দেহ। বৃহস্পতিবার বিকেলে চাঁদ যাদব (৫৯) নামে ওই ব্যক্তির দেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় চাঁদের মৃতদেহ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মানিকচক ঘাটের প্রায় ২ কিলোমিটার ভাটির দিকে দেহটি ভাসতে দেখেন উদ্ধারকারীরা। তাঁরা স্পিড বোটে করে মৃতদেহ নদীর পাড়ে নিয়ে আসেন। তাঁর পরনের জামাকাপড় দেখে তাঁকে শনাক্ত করেন পরিবারের লোকেরা। অন্য দিকে গঙ্গায় ডুবে যাওয়া ৮টি লরির মধ্যে এখনও পর্যন্ত দু’টি উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিগুলি এখনও উদ্ধারের চেষ্টা চলছে।

ঝাড়খণ্ড থেকে আসা ১০টি লরি-সহ ফেরি সোমবার রাতে মানিকচক ঘাটে আসে। দু’টি লরি নামার পরেই উল্টে যায় ফেরিটি। গঙ্গায় তলিয়ে যায় ৮টি লরি। নিখোঁজ ছিলেন ৩ জন। ওই ঘটনার পর থকেই নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। তার মধ্যে বৃহস্পতিবার উদ্ধার হল এক জনের দেহ।

Advertisement

আরও পড়ুন: এইচআরবিসি থেকে ইস্তফা শুভেন্দুর, তীব্র হচ্ছে মন্ত্রিত্ব ও দলত্যাগ জল্পনা

আরও পড়ুন: কলকাতা সচল রইল সারাদিন, রাস্তায় নেমে বন্‌ধ ব্যর্থ জনতার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement