লাইনচ্যুত টয় ট্রেন। নিজস্ব চিত্র।
যাত্রী নিয়ে দার্জিলিঙে ওঠার পথে লাইনচ্যুত হয়ে গেলে একটি টয় ট্রেন। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিঙের দিকে যাচ্ছিল। সেই সময় সোনাদার কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। তবে এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি।
নিউ জলপাইগুড়ি থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ট্রেনটি রওনা দেয় দার্জিলিঙের উদ্দেশ্যে। সন্ধ্যা ছ’টা নাগাদ সোনাদায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে দ্রুত তাঁদের ট্রেন থেকে নামিয়ে শেয়ার ট্যাক্সি করে দার্জিলিঙে পাঠানো হয়। তার পর শুরু হয় লাইনচ্যুত ট্রেনটিকে ট্রাকে ফেরানোর কাজ। তবে বৃষ্টির জেরে সেই কাজ কিছুটা ব্যাহত হয়।
চলতি বছরেই মার্চে কার্শিয়াংগামী টয় ট্রেনে একটি দুর্ঘটনা হয়। ট্রেনের ধাক্কা মৃত্যু হয় এক ব্যক্তির।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।