Dhupguri

Dhupguri: ধূপগুড়িতে গৃহকর্তাকে কুপিয়ে ৩ লক্ষ টাকা লুঠ করল ডাকাতরা

পুলিশ সূত্রে খবর, ধূপগুড়ি পুরসভার ১০ নং ওয়ার্ডের কামারপাড়ার বাসিন্দা উত্তম দাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৮:৩২
Share:

আহত গৃহকর্তা উত্তম দাস।

রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই সুযোগে ধূপগুড়ি থানার ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল সোমবার গভীর রাতে। গৃহকর্তাকে কুপিয়ে সর্বস্ব লুঠ করে পালাল দুষ্কৃতীরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধূপগুড়ি পুরসভার ১০ নং ওয়ার্ডের কামারপাড়ার বাসিন্দা উত্তম দাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র ধূপগুড়ি ব্লক সভাপতি স্বপন দাসের ভাই উত্তম। সোমবার রাতে খাওয়াদাওয়ার পর ঘুমিয়ে পড়েন উত্তমের পরিবার। গভীর রাতে বাড়ির পিছনের দরজা দিয়ে দুই ডাকাত ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই উত্তমকে জাপটে ধরে দুষ্কৃতীরা। এর পরই তাঁর হাত-পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয় বলে দাবি উত্তমের। তার পর টাকা চাওয়া হয়। উত্তম দিতে না চাইলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতে কোপ মারে দুষ্কৃতীরা।

উত্তমের দাবি, ট্রাঙ্ক ভেঙে ৩ লক্ষেরও বেশি টাকা লুঠ করে নেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা নিয়েও। ঘটনার খবর পাওয়া মাত্রই উত্তমের বাড়িতে আসেন জলপাইগুড়িক ডিএসপি (ক্রাইম) বিক্রমজিৎ লামা। তিনি গোটা বাড়ি ঘুরে দেখেন। কথা বলেন আক্রান্ত উত্তমের সঙ্গে। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তমকে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গ্ৰামীণ) ওয়াংডেন ভুটিয়া বলেন, “অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দু’জন ডাকাত এসেছিল। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement