বেসরকারি স্কুলমালিকের বাড়ি থেকে ১৫ থেকে ২০ ভরি সোনা ডাকাতি। — নিজস্ব চিত্র।
চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতে মালদহে আবার ডাকাতি। এ বার কালিয়াচক ৩ ব্লকের বৈষ্ণবনগর থানার সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের কর্ণধারের বাড়িতে ডাকাতি। ডাকাতেরা পরিবারের সদস্যদের বেঁধে রেখে নিয়ে গেল প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গয়না। নগদও লুট হয়েছে।
আবারও বেপরোয়া ডাকাতির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল সীমান্ত সংলগ্ন মালদহে। গভীর রাতে পূর্ব বেদরাবাদে বেসরকারি স্কুলের কর্ণধার মহম্মদ উজির হোসেনের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, বাড়ির জানালার গ্রিল ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়়ে দুষ্কৃতীরা। তার পর উজির-সহ পরিবারের বাকিদের বেঁধে রেখে ঘণ্টাখানেক ধরে অবাধে চলে লুটপাট। জানা যায়, বাড়ির সদস্যদের মারধর করে বেঁধে রেখে ১৫ থেকে ২০ ভরি সোনা লুট করে দুষ্কৃতীরা। যার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। এ ছাড়াও নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতরা।
দুষ্কৃতীদের মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারেননি বাড়ির সদস্যরা। সকালে ঘটনাস্থলে পৌঁছয় বৈষ্ণবনগর থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও অধরা দুষ্কৃতীরা। উদ্ধার হয়নি লুটের মালও। উল্লেখ্য, একই কায়দায় এক মাস আগে ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায় জানালার গ্রিল ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছিল।