পঞ্চায়েতই লক্ষ্য সিপিএমের

শনিবার চালসাতে শুরু হয়েছে সিপিএমের ২৪তম জলপাইগুড়ি জেলা সম্মেলন৷ সেই উপলক্ষ্যে বাতাবাড়ি ফুটবল খেলার মাঠে প্রকাশ্য সভায় বক্তৃতা করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ০২:৪২
Share:

জলপাইগুড়িতে দলীয় সমাবেশে বাম নেতারা। নিজস্ব চিত্র

ইংরেজদের ভারত ছাড়া করতে ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ স্লোগান তুলেছিলেন মোহনদাস কর্মচন্দ গাঁধী৷ রাজ্যে পায়ের তলা থেকে সরে যাওয়া মাটির কিছুটা অন্তত পঞ্চায়েত নির্বাচনে ফিরে পেতে এ বার গাঁধীর সেই স্লোগানই তুললেন সিপিএমের শীর্ষ নেতারা৷ কিন্তু স্লোগান তুললেও কাজ কতটা হবে তা নিয়ে সংশয়ও রইল দলের অন্দরেই৷

Advertisement

শনিবার চালসাতে শুরু হয়েছে সিপিএমের ২৪তম জলপাইগুড়ি জেলা সম্মেলন৷ সেই উপলক্ষ্যে বাতাবাড়ি ফুটবল খেলার মাঠে প্রকাশ্য সভায় বক্তৃতা করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ সেখানেই বিমানবাবু বলেন, ‘‘বামেদের জেতা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ চাপ, ভয় আর সন্ত্রাসের মধ্য দিয়ে দখল করেছে তৃণমূল৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের ঐক্য গড়ে জোট বেঁধে জবাব দিতে হবে৷ করেঙ্গে ইয়া মরেঙ্গে মনোভাব নিয়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য ঝাঁপাতে হবে৷’’

পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই দলের নেতা-কর্মীদের প্রস্তুত হতে এ দিন নির্দেশ দিয়েছেন সূর্যবাবুও৷ তাঁর কথায়, ‘‘লুঠেরাদের হাত থেকে কেড়ে জনগণের পঞ্চায়েত গড়তে হবে৷ পয়সার বিনিময়ে ও জুলুম করে ওরা আমাদের জেতা একের পর এক পঞ্চায়েত দখল করেছে৷ নির্বাচনে সেটা বুঝে নিতে হবে৷’’ একশো দিনের কাজ করেও যাঁদের মজুরি বকেয়া, সেই মজুরি ফেরত না পাওয়া পর্যন্ত তাঁদের পঞ্চায়েতে পড়ে থাকারও পরামর্শ দেন তিনি৷

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘বাম আমলে মুখ্যমন্ত্রীর বেতন ছিল ৭ থেকে ৮হাজার টাকা৷ আর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বেতন নিচ্ছেন ৮৭ হাজার টাকা৷ অথচ, চা শ্রমিকদের ন্যুনতম মজুরি দেওয়ার ক্ষেত্রে কোন পদক্ষেপ করছেন না তিনি৷’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধে সিপিএম নেতাদের অভিযোগ, কালো টাকা ফেরত-সহ বছরে দু’কোটি বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে৷ অথচ, এই তিন বছরে দুই কোটি যুবক কাজ হারিয়ে বেকার হয়েছেন৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement