দলের হাইকমান্ডের কাছে প্রদেশ কংগ্রেসের শুদ্ধিকরণের দাবি রাখবেন দেবপ্রসাদ রায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে সরব ছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক। ভোটশেষে জোটের ফল ভাল না হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ফের তিনি সরব হবেন বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ারে তাঁর জোটের বিরোধিতায় তৃণমূল সুফল পেয়েছে বলে দাবি স্থানীয় কংগ্রেস নেতাদের। দেবপ্রসাদবাবু বলেন, “প্রদেশ কংগ্রেস অফিস এখন সিপিএমের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। যে ভাবে রাজ্য জুড়ে নোটায় ভোট পড়েছে তাতে প্রমানিত জোটের বিরুদ্ধে ছিল সাধারণ মানুষ।” আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের সভাপতি বিশ্বরঞ্জন সরকার বলেন, ‘‘উনি ভোট তো তৃণমূলের হয়ে করেছেন। জোট হয়েছে হাইকমান্ডের অনুমতিতে। দল থেকে বহিস্কারের দাবি জানাব।”