COVID-19

ভিন্ন ছবি কোচবিহার মেডিক্যাল কলেজে, গানের তালে কোভিড ওয়ার্ডে নাচ নার্সদের

পিপিই কিট পরা অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে নাচছেন ৫ জন নার্স। সঙ্গী হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার এবং এক কর্মবন্ধুও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ২৩:০১
Share:

কোভিড ওয়ার্ডে নাচ নার্সদের। নিজস্ব চিত্র

রোজ ওষুধপথ্য আর নানা বিধিনিষেধের বাইরে বুধবার ভিন্ন ছবির দেখা মিলল কোচবিহার মেডিক্যাল কলেজে। কোভিড ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের মনোবল বাড়াতে গানের তালে পা মেলালেন নার্সরা।

Advertisement

পিপিই কিট পরা অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে নাচছেন ৫ জন নার্স। সঙ্গী হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার এবং এক কর্মবন্ধুও। নাচ শেষ হতেই চিকিৎসাধীন রোগীদের হাততালিতে ভরে উঠেছে গোটা কোভিড ওয়ার্ড। বুধবার হাসপাতালটির এই ভিডিয়োই ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোভিড ওয়ার্ডে বর্তমানে রয়েছেন ৬৭ জন করোনা রোগী।

এর প্রশংসা করে হাসপাতালের সুপার রাজীব প্রসাদ বলেন, ‘‘কোভিড ওয়ার্ডে অনেক রোগী দীর্ঘদিন ধরে ভর্তি। পরিবারের লোকের সঙ্গে তাঁদের দেখা করার সুযোগ হয় না। এই পরিস্থিতিতে যাতে তাঁদের মনোবল ভেঙে না পড়ে স্বাস্থ্যকর্মীরা এই উদ্যোগ গ্রহণ করেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement