COVID Vaccine

Covid Vaccine: টিকা পাওয়া যাচ্ছে না কোচবিহারে! পড়শি রাজ্য অসমে পাড়ি দিচ্ছেন জেলার মানুষ

ছাগলিয়ায় টিকার লাইনে দাঁড়িয়ে কোচবিহারের বাসিন্দাদের অভিযোগ, জেলায় প্রতিষেধক পাওয়া যাচ্ছে না। দীর্ঘ দিন অপেক্ষা করেও এখনও প্রথম টিকাই পাইনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:২২
Share:

নিজস্ব চিত্র।

টিকা পাওয়া যাচ্ছে না কোচবিহারের বিস্তীর্ণ এলাকায়। বাধ্য হয়ে পড়শি রাজ্য অসমে পাড়ি দিচ্ছেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের জড়াই, ঝাউ কুঠি, বালাভুত, ভানুকুমারী এলাকার বাসিন্দারা। বুধবার অসমের ছাগলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের টিকা শিবিরে দেখা গেল ওই সব এলাকার মানুষজনকে।

Advertisement

ছাগলিয়ায় টিকার লাইনে দাঁড়িয়ে তাঁদের অভিযোগ, জেলায় প্রতিষেধক পাওয়া যাচ্ছে না। দীর্ঘ দিন অপেক্ষা করেও এখনও প্রথম টিকাই পাননি অনেকে। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ঝাউ কুঠি এলাকার নীরবালা বর্মণের কথায়, ‘‘গ্রামে প্রায় প্রত্যেকটি ঘরেই জ্বর। এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ৩-৪ সপ্তাহ আগে বিডিও অফিসে আধার কার্ড জমা দেওয়ার পরেও টিকা পাওয়া যাচ্ছে না। তাই সকলে মিলেই বাধ্য হয়েই ছাগলিয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসেছি।’’

ওই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী গঙ্গা বালা রায় বলেন, ‘‘আজ আমাদের স্বাস্থ্যকেন্দ্রে কোচবিহার থেকে বহু মানুষ টিকা নিতে এসেছেন। এখানে অসমের স্থানীয় বাসিন্দাদের থেকে কোচবিহারের মানুষ বেশি।’’

Advertisement

এ বিষয়ে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস বলেন, ‘‘তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে পর্যাপ্ত পরিমাণে টিকা দেওয়া হচ্ছে। তার পরেও তাঁরা কেন অসমে টিকা নিতে গেলেন জানি না। বিষয়টি খতিয়ে দেখা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement