গাড়িতে গাদাগাদি করে পড়ুয়াদের আনা হচ্ছে স্কুলে। নিজস্ব চিত্র।
করোনা আবহে রাজ্য জুড়ে স্কুল-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা জানিয়েছে সরকার। কিন্তু অভিযোগ, সরকারি নির্দেশিকা অমান্য করে উত্তর দিনাজপুর জেলার একাধিক বেসরকারি স্কুল চলছে রমরমিয়ে।
উত্তর দিনাজপুরের করণদিঘিতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুল ভ্যানে গাদাগাদি করে তোলা হচ্ছে প্রচুর শিশুকে। স্কুলেও দূরত্ববিধি বা মাস্ক ব্যাবহারের বালাই নেই। ফলে থাকছে সংক্রমণের ভয়।
করণদিঘি ব্লকের রাঘবপুর, কামারতোর, খোয়াশপুর, ঝোপরটোল-সহ একাধিক গ্রামে ভুঁইফোড়ের মতো গজিয়ে উঠেছে একাধিক বেসরকারি নার্সারি স্কুল। বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ঘরে গাদাগাদি করে বসতে হচ্ছে ক্ষুদেদের। স্থানীয় সূত্রের খবর, এক বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণ থেকে পড়ুয়াদের বাঁচাতে সরকারি স্কুলগুলো বন্ধ থাকার সুযোগেই গজিয়ে উঠেছে এই বেসরকারি স্কুলগুলি।
স্কুলগুলির প্রধান শিক্ষক বা কর্তৃপক্ষ অবশ্য সরকারি নির্দেশ লঙ্ঘনের কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি। একটি স্কুলের মালিকের সাফাই, ‘‘দিন কয়েক আগেই স্কুল খুলেছি। আগে তো বন্ধই ছিল।’’
স্থানীয় বিধায়ক গৌতম পাল বুধবার বলেন, ‘‘বিষয়টি সদ্য জানতে পারলাম। সরকারি নিয়মের অমান্য করে কেন স্কুল চলছে, আর কারা চালাচ্ছে সেটা প্রশাসন তদন্ত করে দেখবে। আমরা এলাকার বেসরকারি স্কুলগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসব। সরকারি নির্দেশ মেনে চলার কথা বলব।’’
রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী তথা জেলার তৃণমূল নেতা গোলাম রব্বানি বলেন, ‘‘সরকারি নির্দেশে এখনই কোনও স্কুল খোলার কথা নয়। শিশুদের নিরাপত্তা আগে ভাবতে হবে। জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’
অভিযোগ প্রসঙ্গে, উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনার বক্তব্য, ‘‘খবর পেয়ে এসডিও এবং পুলিশ আধিকারিকরা গিয়ে স্কুলগুলি বন্ধ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’