Coronavirus

পুরমন্ত্রীর সঙ্গে কথা মেয়রের

শিলিগুড়িতে ইতিমধ্যেই করোনা পজিটিভ রোগী মিলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ০২:২০
Share:

মেয়র অশোক ভট্টাচার্য-ফিরহাদ হাকিম

করোনা পরিস্থিতির দিকে নজর দিতে গিয়ে ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজ বিপর্যস্ত হয়ে পড়েছে শিলিগুড়ি শহরে। বৃহস্পতিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে সে কথা জানান শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য।

Advertisement

শিলিগুড়িতে ইতিমধ্যেই করোনা পজিটিভ রোগী মিলেছে। অনেককেই কোয়রান্টিন কেন্দ্রে বা হোম কোয়রান্টিনে রাখা হয়েছে। পরিস্থিতির কথা জানিয়ে রোগ মোকাবিলায় পুর দফতরের কাছে ১০ কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছেন মেয়র।

তবে মেয়র জানান, আর্থিক সহায়তা নিয়ে কোনও আশ্বাস মেলেনি। তিনি চিঠি দিয়েও সেই আর্জির বিষয়টি জানিয়েছেন। মেয়রের কথায়, ‘‘শুধু মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা নিয়ে লড়াই করা যাবে না। তার জন্য স্বদিচ্ছা এবং জনগণের অংশগ্রহণ জরুরি। রাজ্য সরকারের স্বাস্থ্যবিধি, নির্দেশিকা কার্যকর করার ক্ষেত্রে আমাদের আন্তরিক চেষ্টার খামতি নেই। সরকারকে যাবতীয় সহযোগিতা করতেও আমরা প্রস্তুত।’’

Advertisement

শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, রাজ্য সরকার সমস্ত ব্যবস্থাই নিচ্ছে। করোনার মধ্যে যাতে শহরে ডেঙ্গি পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টি শিলিগুড়ি পুরসভাকে দেখতে হবে। তার জন্য ব্যবস্থা নিতে হবে।

এ দিন ভিডিয়ো কনফারেন্সে করোনা মোকাবিলায় আরও বেশি করে পরীক্ষার ব্যবস্থা করতে বলেন মেয়র। মেয়রের কথায়, এই পরিস্থিতিতে পরিষেবা দিচ্ছেন এমন সাফাই কর্মীরা এবং পানীয় জল, বিদ্যুত ও অন্য জরুরি পরিষেবার কাজে যুক্ত কর্মীদের নিরাপত্তার বিষয়টি রাজ্য সরকারকে দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement