নিয়ম-মেনে: ব্রিজকালীতে বিয়ে সারলেন দম্পতি। নিজস্ব চিত্র
একটু একটু করে মেয়ে শিল্পীর বিয়ের তোড়জোড় করেছিলেন হিলি থানার গোপালপুরের কৃষিজীবী বাসুদেব সিংহ। বালুরঘাটের নামাবঙ্গির বাসিন্দা, প্রশাসনিক ভবনের চুক্তিভিত্তিক কর্মী বিকাশ দাসের বাড়িতেও চলেছিল প্রস্তুতি-পর্ব। ৬ এপ্রিল ছিল বিয়ের তারিখ। কিন্তু আচমকা লকডাউনে অনিশ্চিত হয়ে পড়ে শিল্পী ও বিকাশের বিয়ে।
চিন্তায় পড়েন বাসুদেব। মেয়ের বিয়ের জন্য কেনা অনেক জিনিস নষ্ট হওয়ার আশঙ্কায় পড়েন তিনি। এমন সময় কন্যাদায়গ্রস্ত বাবার পাশে দাঁড়ালেন শহরের ব্যবসায়ী যুবক চন্দন সাহা। চন্দনের উদ্যোগে বুধবার সামাজিক দুরত্ব মেনে বালুরঘাট শহরের মঙ্গলপুর ব্রিজকালী মন্দিরে মালাবদল করে গাঁটছড়া বাঁধলেন শিল্পী, বিকাশ। পাত্রপক্ষের তিন জন এবং পাত্রীপক্ষে বাসুদেবের সঙ্গে এক আত্মীয়ের উপস্থিতে মন্দিরে শিল্পীকে সিঁদুর পরিয়ে দেন বিকাশ।
মুখে মাস্ক পরে সকলে মন্দিরে হাজির হন। সকলের হাতে দেওয়া হয় স্যানিটাইজ়ার। বিয়ের পরে স্বস্তি ফেরে পাত্র ও পাত্রীর পরিবারে। চন্দন জানান, লকডাউনে নববধূকে নিয়ে বাড়িতেই থাকবেন বলে জানান বিকাশ। লাজুক হাসিতে সায় দেন শিল্পীও।