Coronavirus

বিক্ষোভে কারা, যাবে তালিকা

শনিবার সকাল থেকেই করোনা সংক্রমণের পরিস্থিতিতে মুক্তি দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে বন্দিদের একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ০৯:২৬
Share:

প্রতীকী ছবি।

জেলে বিক্ষোভের সঙ্গে ঘটনায় যুক্ত বন্দিদের নামের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাল জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ। সংশোধনাগারে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তায়ও জোর দেওয়া হয়েছে। মুক্তির দাবিতে শনিবার জলপাইগুড়ি সংশোধনাগারে বিক্ষোভ হয়। বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। রবিবার পরিবেশ স্বাভাবিক ছিল। সংশোধনাগার কর্তৃপক্ষের দাবি, এই ঘটনায় সঙ্গে যুক্ত ১৮ জন বন্দির নামের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

Advertisement

শনিবার সকাল থেকেই করোনা সংক্রমণের পরিস্থিতিতে মুক্তি দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে বন্দিদের একাংশ। সংশোধনাগারের ভিতরে একটি গেট আটকে চলে আন্দোলন। সংশোধনাগারের ছ’টি ক্যামেরা ভাঙা হয়েছে, সিসিটিভি ক্যামেরার তার কেটে দেওয়া হয়েছে। কেবল লাইন নষ্ট করা হয়, মাইক ভাঙা হয়। এই কারণেই সংশোধনাগারে নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। এখন সেখানে দেড়শোজনের মতো নিরাপত্তা কর্মী রয়েছেন।

আপাতত প্যারোল হয়েছে ৩৯ জন বন্দির। এছাড়াও প্রায় দু’শো বন্দি আদালতের নির্দেশে জামিন পেয়েছেন বলে দাবি সংশোধনাগার কর্তৃপক্ষের। এরপরেই আরও বেশ কিছু বন্দি জামিন পাওয়ার দাবি করেন। সংশোধনাগার কর্তৃপক্ষ বারবার বোঝায় যে আদালতের নির্দেশ ছাড়া বন্দিদের ছাড়া যাবে না। তারপরেও কিছু বন্দি নিরাপত্তা কর্মীদের আটকে রেখে মারমুখী হয়ে ওঠেন। বিষয়টি আদালতে জানানো হবে বলে সূত্রের খবর। সংশোধনাগারের সুপার সৌমিক সরকার বলেন, ‘‘এখন পরিবেশ স্বাভাবিক। নিরাপত্তা বাড়ানো হয়েছে। গণ্ডগোলের সঙ্গে যুক্ত বন্দিদের চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement